আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৮টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা ও কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরমান হোসেন।
Thank you for reading this post, don't forget to subscribe!কুতুবদিয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় বড়ঘোপ সমুদ্র সৈকতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ১-০গোলে উপজেলা প্রশাসনকে পরাজিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুটবল দল।
দৈনিক টার্গেট 


















