বাংলাদেশি চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সারা জেরিন আজ (১৬ অক্টোবর) উদযাপন করছেন তাঁর জন্মদিন। চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে সমানভাবে কাজ করে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
Thank you for reading this post, don't forget to subscribe!খুলনা জেলায় জন্ম নেওয়া সারা ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহী ছিলেন। পড়াশোনার পাশাপাশি নাচ ও অভিনয়ে প্রশিক্ষণ নেন তিনি। সেই আগ্রহ থেকেই পা রাখেন মিডিয়ায়। ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম ছবিতেই সাফল্য আসে, যা তাঁকে ঢালিউডের নবীন প্রজন্মের আলোচিত মুখে পরিণত করে।
অভিনয়ের শুরু থেকেই সারা জেরিন ছিলেন বেছে নেওয়া চরিত্রে মনোযোগী। তিনি কাজ করেছেন “অন্যরকম ভালোবাসা”, “রোমিও ২০১৩”, “মন জ্বলে” সহ বেশ কিছু আলোচিত ছবিতে। রোমান্টিক ও নাটকীয় দুই ধারার চরিত্রেই সাবলীলভাবে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
শুধু সিনেমা নয়, ছোটপর্দার নাটক ও টেলিফিল্মেও তিনি নিজেকে তুলে ধরেছেন ভিন্নরূপে। তাঁর সংলাপ-উচ্চারণ, চোখের অভিনয় ও স্বাভাবিক উপস্থিতি দর্শকদের কাছে তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
মিডিয়া থেকে কিছুটা বিরতি নিয়ে সারা জেরিন এখন নিজের পরিবার ও ব্যক্তিজীবনে সময় দিচ্ছেন। তবে সবসময় সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন তিনি। ভক্তরা আশা করছেন, খুব শিগগিরই তিনি আবারও চলচ্চিত্রে ফিরে আসবেন নতুন কোনো চমক নিয়ে।
আজকের এই বিশেষ দিনে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সারাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অনেকেই মনে করেন সারা জেরিনের মতো প্রতিভাবান শিল্পীরা ফের চলচ্চিত্রে ফিরলে ঢালিউড আবারও নতুন উদ্যম পাবে।
দৈনিক টার্গেট 




















