ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সেখানে এই নায়িকা বলেন, “সিনেমায় ছোট চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান নিয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই আসল সাহসিকতা।”
মিষ্টির এই বক্তব্য প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া। কেউ কেউ তার সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন, তিনি ইঙ্গিত দিয়েছেন ইন্ডাস্ট্রির কিছু বাস্তব পরিস্থিতির প্রতি।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবন, মতামত ও খোলামেলা মন্তব্যের জন্য প্রায়ই খবরের শিরোনাম হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে মিষ্টি আরো লেখেন, “ছবিটা ভালো ছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি সম্মানই আগে।”
এই মন্তব্যে অনেকে সমর্থন জানিয়ে লিখেছেন, “তুমি ঠিকই বলেছ, সম্মানই সবচেয়ে বড়।” অন্যদিকে এক ভক্ত মজার ছলে মন্তব্য করেন, “তোমার ছবি করা লাগবে না, এখন কে আর সিনেমা দেখে? তুমি তো নিজেই এক ছবি।”
আরেকজন লিখেছেন, “আপনি অভিনয় ছাড়াই সেরা।”
মিষ্টির এই পোস্টকে কেন্দ্র করে অনেকে বলছেন, তিনি হয়তো ইঙ্গিত দিয়েছেন কিছু নির্মাতার প্রতি যারা তাকে ছোট চরিত্রে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যদিও মিষ্টি জান্নাত এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।
তবে এটুকু নিশ্চিত তার সাহসী বক্তব্য আবারও প্রমাণ করেছে, মিষ্টি শুধু গ্ল্যামারেই নয়, নিজের অবস্থান নিয়েও আত্মবিশ্বাসী।
										
																দৈনিক টার্গেট								 























