জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী ও উপস্থাপিকা তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছেন এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) ওই নোটিশটি তিশার ঠিকানায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!নোটিশ প্রেরণকারী উদ্যোক্তার নাম ঝিলিক। তিনি জানান, তিশা তাঁর অনলাইন ব্যবসায়িক পেজ ‘আপোনিয়া’-এর মাধ্যমে একটি দামি শাড়ি বেছে নেন। শাড়িটির বাজারমূল্য প্রায় ২৮ হাজার ৮০০ টাকা। জনপ্রিয় শিল্পী হওয়ায় তিশাকে পেজ প্রমোশনের (পেজ প্রচারণা) বিপরীতে সেই শাড়িটি উপহার হিসেবে পাঠানো হয়।
নোটিশে আরো বলা হয়েছে, শাড়ি গ্রহণের পর তানজিন তিশা নানা সময়ে বার্তা ও ভয়েস মেসেজে পেজ প্রচারণার আশ্বাস দিলেও দীর্ঘ দশ মাস পার হয়ে গেছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো প্রচারণা করেননি। বরং গত ছয় মাসে উদ্যোক্তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।
ঝিলিকের দাবি, একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিশার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তানজিন তিশা নিজের যাচাইকৃত (ভেরিফায়েড) ফেসবুক আইডি থেকে লেখেন, ‘উপহার নিয়ে হয়ে গেলাম প্রতারক।’ যা নোটিশ অনুযায়ী মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, তানজিন তিশা একজন সুপরিচিত শিল্পী হওয়া সত্ত্বেও ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি গ্রহণ করে তা প্রচারণা না করা বা মূল্য পরিশোধ না করা ‘বিশ্বাসভঙ্গ ও প্রতারণার শামিল’। এটি বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে আরো বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে তিশাকে শাড়িটির মূল্যসহ ১ লাখ টাকা ক্ষতিপূরণ উদ্যোক্তার নিকট প্রদান করতে হবে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে অভিনেত্রী তানজিন তিশার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
দৈনিক টার্গেট 
























