রাজধানীর আফতাবনগরে আজ (শনিবার, ১৮ অক্টোবর) ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন। ঘটনাটি ঘটে দুপুরে এম ব্লকের একটি বাসায়।
Thank you for reading this post, don't forget to subscribe!তালাকের আনুষ্ঠানিকতা সম্পর্কে হিরো আলম জানান, বিষয়টি আইনগতভাবে নিশ্চিত করতে তাঁর আইনজীবী ইতোমধ্যেই কাগজপত্র সম্পন্ন করেছেন। নিয়ম অনুসারে, তিন মাসের মধ্যে রিয়া মনি আদালতের মাধ্যমে তালাকের নথি হাতে পাবেন।
নিজের সিদ্ধান্তের বিষয়ে আলম বলেন, “যদি ভবিষ্যতে কখনও মিডিয়ার সামনে রিয়া মনিকে স্ত্রী বলে দাবি করি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা করবেন।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, কিছু নারীভক্ত তাঁর কাছে দুধ নিয়ে আসছেন গোসল করানোর জন্য, এবং রিয়া মনিকে তালাক দিয়ে সেই দুধে গোসল করবেন বলেও ঘোষণা দিয়েছিলেন।
এদিকে, অনেক অনুসারী মনে করছেন, স্ত্রীকে তালাকের পরই হিরো আলম আবারও বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে এই ধারণা নাকচ করেছেন তিনি নিজেই। “আমার এখন বিয়ের বয়স পেরিয়ে গেছে। আমি শুধু এমন একজন মা খুঁজছি, যিনি আমার তিন সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখবেন,” বলেন হিরো আলম।
তিনি আরো যোগ করেন, “আমার আগের দুই স্ত্রী সংসারের চেয়ে মিডিয়া জনপ্রিয়তা নিয়েই বেশি আগ্রহী ছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল স্টার হওয়া। তাই সংসার টেকেনি।”
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তাঁর সিদ্ধান্তকে ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করলেও, অনেকে এটিকে এক ধরনের প্রচারণা বলেও সমালোচনা করছেন।
দৈনিক টার্গেট 
























