তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সড়কে উত্তপ্ত নাঙ্গলকোট, বিএনপির মিছিল ও স্লোগান

নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১৫৫ বার পঠিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিল বের করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিক্ষোভ মিছিলটি সকাল থেকে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ গেইট থেকে শুরু হয়ে থানা ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে বটতলা মোড়ে এসে শেষ হয়।

এতে পুরো এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং জনসাধারণের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়।

মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ নজির আহাম্মদ ভূঁইয়া এবং সলিসিটর ইকরামুল হক মিয়াজি। তারা বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না।”

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

বিক্ষোভে বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং তারেক রহমানকে নিয়ে ‘অপপ্রচারকারীদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরিফুল আলম নোমান, অধ্যাপক মোশারফ হোসেন, লায়ন ইলিয়াছ, মিজানুর রহমান খোকন, শহিদুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবু নাছের জিলানী, মনিরুজ্জামান মানিক, আব্দুস সাত্তার, বিএনপির সদস্য এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি জসিম উদ্দিন, শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি নজরুল ইসলাম ও মোঃ হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদ হুসাইন মজু, মাসুদ, উপজেলা ছাত্রদলের আব্দুল মমিন ও কলেজ ছাত্রদল নেতা শিবলু সাগর প্রমুখ।

বিক্ষোভ শেষে নেতারা বলেন, “সরকারদলীয় কিছু মহল ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করতে চায়। আমরা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে দোষীদের বিচার দাবি করছি।”

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সড়কে উত্তপ্ত নাঙ্গলকোট, বিএনপির মিছিল ও স্লোগান

নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: ০২:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিল বের করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিক্ষোভ মিছিলটি সকাল থেকে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ গেইট থেকে শুরু হয়ে থানা ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে বটতলা মোড়ে এসে শেষ হয়।

এতে পুরো এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং জনসাধারণের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়।

মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ নজির আহাম্মদ ভূঁইয়া এবং সলিসিটর ইকরামুল হক মিয়াজি। তারা বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না।”

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

বিক্ষোভে বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং তারেক রহমানকে নিয়ে ‘অপপ্রচারকারীদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরিফুল আলম নোমান, অধ্যাপক মোশারফ হোসেন, লায়ন ইলিয়াছ, মিজানুর রহমান খোকন, শহিদুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবু নাছের জিলানী, মনিরুজ্জামান মানিক, আব্দুস সাত্তার, বিএনপির সদস্য এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি জসিম উদ্দিন, শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি নজরুল ইসলাম ও মোঃ হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদ হুসাইন মজু, মাসুদ, উপজেলা ছাত্রদলের আব্দুল মমিন ও কলেজ ছাত্রদল নেতা শিবলু সাগর প্রমুখ।

বিক্ষোভ শেষে নেতারা বলেন, “সরকারদলীয় কিছু মহল ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করতে চায়। আমরা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে দোষীদের বিচার দাবি করছি।”

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন