বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠবে : সুজন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২১২ বার পঠিত হয়েছে

বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ স্কিলের অভাব নয়, বরং মানসিক। চাপ নিয়ে খেলতে থাকলে, এখান থেকে বের হবারও কোন সম্ভাবনা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিসিবি পরিচালক। তবে সবকিছু পেছনে ফেলে, ছন্দে ফিরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ বিশ্বাস, সুজনের।

Thank you for reading this post, don't forget to subscribe!

খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানসিকতা। পাশাপাশি, দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই অধিনায়ক।

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘স্কিলের আমি কোন সমস্যাই দেখি না। আমি মনে করি এটা মানসিক সমস্যা। যখন আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেললাম, তখন তামিম কেন খেলল না আমার প্রশ্ন এটাই। কারণ জিম্বাবুয়ে সিরিজে যে ব্যাটসম্যানটা ভালো রান করেছে সে তামিম-ই। যদি আপনি না জানেন আপনার প্রথম দল কোনটা, তাহলে এটা অবাক করারই কথা।’

বেশ একটা লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর, প্রশ্ন উঠেছে লিটন-শান্তদের যোগ্যতা নিয়েও। তবে সুজনের মতে, যোগ্যতার হিসেব টানলে এর চেয়ে ভালো দল টিম টাইগার। বিশ্বাস আছে, দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘লিটন, সৌম্য ও শান্ত এই তিনজনই সফল। যদিও ওদের রান হচ্ছে না তবে রান হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই জিতবে এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে আমি বিশ্বাস করি।’

তবে এতকিছুর মাঝে ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইলফলক স্থাপন করেছেন এই সিনিয়র ক্যাম্পেইনার।

সুজন বলেন, ‘আমার মনে হয় রিয়াদ চাপে খেলতেই বেশি পছন্দ করে। আর ও সবসময় এই চাপেই ক্রিকেট খেলেছে। সে (দল থেকে) বাদ পড়ে ঢুকে। তার জন্য শুভকামনা। সে স্রোতের বিপরীতে খেলে নিজেকে প্রমাণক রেছে।’

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠবে : সুজন

প্রকাশ: ১১:২৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ স্কিলের অভাব নয়, বরং মানসিক। চাপ নিয়ে খেলতে থাকলে, এখান থেকে বের হবারও কোন সম্ভাবনা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিসিবি পরিচালক। তবে সবকিছু পেছনে ফেলে, ছন্দে ফিরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ বিশ্বাস, সুজনের।

Thank you for reading this post, don't forget to subscribe!

খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানসিকতা। পাশাপাশি, দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই অধিনায়ক।

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘স্কিলের আমি কোন সমস্যাই দেখি না। আমি মনে করি এটা মানসিক সমস্যা। যখন আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেললাম, তখন তামিম কেন খেলল না আমার প্রশ্ন এটাই। কারণ জিম্বাবুয়ে সিরিজে যে ব্যাটসম্যানটা ভালো রান করেছে সে তামিম-ই। যদি আপনি না জানেন আপনার প্রথম দল কোনটা, তাহলে এটা অবাক করারই কথা।’

বেশ একটা লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর, প্রশ্ন উঠেছে লিটন-শান্তদের যোগ্যতা নিয়েও। তবে সুজনের মতে, যোগ্যতার হিসেব টানলে এর চেয়ে ভালো দল টিম টাইগার। বিশ্বাস আছে, দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘লিটন, সৌম্য ও শান্ত এই তিনজনই সফল। যদিও ওদের রান হচ্ছে না তবে রান হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই জিতবে এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে আমি বিশ্বাস করি।’

তবে এতকিছুর মাঝে ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইলফলক স্থাপন করেছেন এই সিনিয়র ক্যাম্পেইনার।

সুজন বলেন, ‘আমার মনে হয় রিয়াদ চাপে খেলতেই বেশি পছন্দ করে। আর ও সবসময় এই চাপেই ক্রিকেট খেলেছে। সে (দল থেকে) বাদ পড়ে ঢুকে। তার জন্য শুভকামনা। সে স্রোতের বিপরীতে খেলে নিজেকে প্রমাণক রেছে।’

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন