ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে সম্প্রতি রাতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। ইউএনও রিনাত ফৌজিয়ার নেতৃত্বে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলা সেই অভিযানে দোকান মালিকরা স্বেচ্ছায় দোকানপাট সরিয়ে নেন এবং রাস্তা ফাঁকা করে দেন। প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় জনসাধারণও স্বাগত জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে দৈনিক টার্গেট পরিবার সরজমিন পরিদর্শনে দেখা যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই একই জায়গায় আবারও মহাসড়কের ওপর গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। ইউএনওর অভিযানের সময় যে দোকানগুলোর অবস্থান চিহ্নিত ও পর্যবেক্ষণ করা হয়েছিল, সেগুলোসহ আরও নতুন করে দোকান বসতে শুরু করেছে রাস্তার একাংশ জুড়ে।
সরজমিনে দেখা যায়
পূর্বের তুলনায় এখন অবৈধ দোকানের সংখ্যা আরো বেশি। দোকানগুলো মহাসড়কের মূল অংশ দখল করে বসায় যানবাহন ও পথচারীদের চলাচলে আবারও বাধার সৃষ্টি হচ্ছে। অনেক দোকানদার দাবি করছেন, “জীবিকার তাগিদে বাধ্য হয়েই আবার দোকান বসিয়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, “অভিযানের সময় রাস্তা পরিষ্কার হলেও এখন আবার আগের চেয়েও বেশি দখল দেখা যাচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকলে এই পরিস্থিতি আরও খারাপ হবে।”
এ বিষয়ে সচেতন মহল বলছে, কেবল উচ্ছেদ অভিযান নয়, নিয়মিত নজরদারি ও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করলে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান সম্ভব নয়।
এদিকে, এলাকাবাসী ও সচেতন নাগরিকরা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে মহাসড়ক দখলমুক্ত থাকে এবং জনস্বার্থ অক্ষুণ্ন থাকে।
দৈনিক টার্গেট 





















