ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাটকা বিক্রি দায়ে ৩ মাছ ব্যক্তি তাকে অর্থদণ্ড প্রদান করা হযেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে চরভদ্রাসন সদর বাজার ও আমিরের ব্রিজ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব নিশাত ফারাবী ও মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।
Thank you for reading this post, don't forget to subscribe!জাটকা বিক্রির দায়ে উপজেলার সদর ইউনিয়নের রফিকুল ইসলাম, বিল্লাল, এবং কবির বাছার জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ৩ মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ৩২ কেজি জাটকা জব্দ করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, ৩ জনকে জরিমানা করা এবং তাদের কাছে থেকে ৩২ কেজি জাটকা মাছ জব্দ করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক টার্গেট 





















