কার্যক্রমে নিষেধাজ্ঞার মধ্যেও আওয়ামী লীগের ঘোষিত অনলাইন ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা–খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ কয়েক ঘণ্টা বন্ধ থাকে।
Thank you for reading this post, don't forget to subscribe!সকাল সাড়ে ছয়টার দিকে ভাঙ্গার সোয়াদী ও পুলিয়া এলাকায় দলীয় কর্মীরা অবস্থান নেন। তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। একই সময়ে ঢাকা–বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকাতেও টায়ারে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকিবুজ্জামান বলেন, “মাধবপুর এলাকায় অবরোধকারীরা বড় কোনো বাধা সৃষ্টি করতে পারেননি। তবে ভাঙ্গার পুলিয়া এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অবরোধ সরিয়ে ফেলে।” তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা একযোগে কাজ করছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে কয়েক ঘণ্টা মহাসড়ক দিয়ে কোনো যানবাহন চলেনি। অবরোধকারীরা রাস্তার পাশে ও সড়কের ওপরেই অবস্থান নেন। সকাল সাড়ে নয়টার দিকে সেনাবাহিনীর সদস্যরা পুখড়িয়া বাসস্ট্যান্ড থেকে অবরোধকারীদের সরিয়ে দেন। এরপর সকাল ১০টার দিকে মনসুরাবাদ এলাকায় পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। তবু সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কর্মীদের উপস্থিতি টিকে ছিল আরও কিছু সময়।
অবরোধের কারণে দক্ষিণবঙ্গমুখী পরিবহন চলাচল ব্যাহত হয়। ফরিদপুরের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত সব আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।
গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কোনো বাস ছেড়ে যাচ্ছে না। পরিস্থিতি শান্ত হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।”
ফরিদপুর বাসমালিক গ্রুপের নেতা কামরুজ্জামান সিদ্দিকী জানান, “আমরা বাস চালাতে প্রস্তুত। কিন্তু যাত্রী না থাকলে বা নিরাপত্তা না পেলে চালানো সম্ভব নয়।”
স্থানীয়রা জানান, সকালে মহাসড়ক অবরোধের সময় যানবাহন বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে কর্মস্থলমুখী যাত্রী ও রোগীবাহী যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে।
দৈনিক টার্গেট 





















