বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আবারও আলোচনায়। কারণ-স্বামী রাকিব সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন মন্তব্য দিয়েছেন তিনি। প্রায় দেড় বছর আগে বিচ্ছেদের ঘোষণা দিলেও, এবার নিজ মুখে জানালেন-“আমাদের ডিভোর্স আসলে কখনোই হয়নি।”
Thank you for reading this post, don't forget to subscribe!কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব ও ছেলে ফারিশকে নিয়ে দুটি ছবি পোস্ট করেন মাহি। ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে। ভক্তদের প্রশ্ন-তাহলে কি আবার এক হলেন মাহি-রাকিব? অবশেষে অভিনেত্রী নিজেই সেই প্রশ্নের জবাব দিলেন।
রাগের মাথায় বলা ‘বিচ্ছেদ’
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি বলেন, “সে সময় রাগের মাথায় বলেছিলাম বিচ্ছেদের কথা। কিন্তু বাস্তবে আমাদের আইনি ডিভোর্স হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ রাখি।”
তিনি আরো বলেন, “সংসার ভাঙার প্রশ্নই আসে না, কারণ আমরা এখনো স্বামী-স্ত্রী হিসেবেই আছি। রাকিব আমার সন্তানের দারুণ যত্ন নেয়, সব সময় পাশে থাকে।”
পুরোনো ছবি, নতুন বার্তা
মাহি জানান, ভাইরাল হওয়া ছবিগুলো আসলে পুরোনো-ভারতে তোলা। তিনি ব্যাখ্যা করে বলেন, “উইকিপিডিয়ায় দেখা যাচ্ছিল আমি ডিভোর্সড। বিষয়টি ঠিক নয়, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিগুলো পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও ‘ম্যারিড’ লেখা আছে, স্বামীর নাম রাকিব সরকার।”
পোস্টটি করার কিছুক্ষণ পরই রাকিবও একই ছবি তার সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ছবির ক্যাপশনে মাহি লেখেন, ‘মাশা আল্লাহ।’ এরপরই ভক্তদের কমেন্টে ভরে যায় ভালোবাসা আর শুভকামনায়।
রাকিবের আগে অপু
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। সেই সংসার টিকে মাত্র পাঁচ বছর। ২০২১ সালে রাকিব সরকারের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। কিছুদিনের মধ্যে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে এবং মাহি নিজেই জানিয়ে দেন বিচ্ছেদের কথা। তবে এখন অভিনেত্রীর দাবি “বিচ্ছেদ নয়, এটি ছিল ভুল বোঝাবুঝি।”
নতুন ছবিতেও ফিরছেন মাহি
একই সঙ্গে নতুন খবর দিয়েছেন মাহি-জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘অন্তর্যামী’ নামের একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, মাহি এখন পুরোপুরি কাজে ফিরছেন।
ভালোবাসায় ভরপুর প্রতিক্রিয়া
শনিবার (১৮ অক্টোবর) মাহি আবারও একটি বিয়েসংক্রান্ত পোস্ট দেন তার ফেসবুকে। মুহূর্তেই শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভরে যায় পোস্টের কমেন্ট বক্স। অনেকে লেখেন, “আপনাদের দুজনকে একসঙ্গে দেখতে ভালো লাগে,” কেউ কেউ বলেন, “আল্লাহ আপনাদের সংসার অটুট রাখুন।”
সবশেষে মাহি জানালেন, “আমি, রাকিব আর ফারিশ-আমরা তিনজন একসঙ্গেই ভালো আছি। এটাই আসল সত্য।”
দৈনিক টার্গেট 
























