গণআন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার ৩০ জুন দুপুরে ট্রাইব্যুনালের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সকালে মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা, যেখানে মোট ৩০ জনকে আসামি করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে নিরস্ত্র অবস্থায় আবু সাঈদকে গুলি করে পুলিশ। সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, আবু সাঈদ হত্যাকাণ্ডে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ পুলিশের কয়েকজন সদস্য ও ছাত্রলীগ নেতাসহ মোট ৩০ জন জড়িত ছিলেন। এদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে আছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
তদন্তকারী সংস্থা জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করে প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির জন্য মামলাটি এখন ট্রাইব্যুনালের পরবর্তী কার্যতালিকায় রয়েছে।
আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। তার মৃত্যুর ঘটনায় সারা দেশে ছড়িয়ে পড়ে ছাত্র আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে জনমত তৈরি হয়।
দৈনিক টার্গেট 

























