নারী ওয়ানডে বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে চ্যাম্পিয়ন হলো ভারত নারী দল। নবি মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত এই মহারণে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরল তারা।
Thank you for reading this post, don't forget to subscribe!টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই ওপেনার শাফালি ভার্মা ঝড় তুলে দেন রান বন্যা। মাত্র ৭৮ বলে ৮৭ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে ইনিংস গড়ে তোলেন স্মৃতি মান্ধানা (৪৫)। এরপর মিডল অর্ডারে দায়িত্ব নেন অলরাউন্ডার দীপ্তি শর্মা ৫৮ বলে ৫৮ রানের পরিণত ইনিংস খেলে দলকে নিয়ে যান ২৯৮ রানে।
প্রোটিয়া বোলারদের মধ্যে আয়াবঙ্গা খাকা লড়াই চালালেও ভারতীয় ব্যাটারদের আটকাতে পারেননি। তিনি নেন ৩ উইকেট, খরচ করেন ৫৮ রান।
জবাবে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন অধিনায়ক লরা উলভার্ট। ৯৮ বলে দারুণ এক সেঞ্চুরি (১০১) হাঁকিয়ে দলকে টেনে রাখলেও সঙ্গীদের ব্যর্থতায় হার এড়াতে পারেননি তিনি। আনরিরি ডের্কসেন ৩৫ ও সুনে লুস ২৫ রান করে কিছুটা সহায়তা দেন। কিন্তু ভারতীয় স্পিন আক্রমণের সামনে বাকিরা ছিলেন পুরো অসহায়।
দীপতি শর্মার ঘূর্ণিতে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। মাত্র ৯.৩ ওভারে ৩৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নেন নিজের হাতে। তাঁর সঙ্গে সহায়তা করেন শাফালি ভার্মা ৭ ওভারে ২ উইকেট নেন ৩৬ রানে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৬ রানে।
এই জয়ের মধ্য দিয়ে ভারত নারী দল লিখে ফেলল নতুন ইতিহাস। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নিল তারা। ম্যাচসেরা নির্বাচিত হন দীপ্তি শর্মা, আর সিরিজসেরা হন শাফালি ভার্মা।
										
																দৈনিক টার্গেট								 

























